::: www.sensongs.com ::: ® Ri - Mar Jaava - Fashion ::: www.se .mp3
Found at bee mp3 search engine

রবিবার, ২১ আগস্ট, ২০১১

সোফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো হাইড/লক করুন

অনেক সময় আমাদের এমন অপশন খুব দরকার হয়। সাথে যদি কনো সোফটওয়্যার ও না থাকে কনো ব্যপার না। সোফটওয়্যার ছারাই আপনার পিসির ড্রাইভ গুলো লুকিয়ে রাখুন অথবা লক করে রাখুন। কাজ টা খুব সহজে করা যায়, আসা করি যে কনো নিউ ইউসার ই কাজটা করতে পারবেন।
১। প্রথমে রান এ গিয়ে টাইপ করুন regedit
২। এখন এখানে যান HKEY_CURRENT_USER
তারপর এখানে Software
তারপর এখানে Microsoft
তারপর এখানে Windows
তারপর এখানে Curre ntVersion
তারপর এখানে Policies
তারপর এখানে Explorer এ গিয়ে ডান পাশে রাইট ক্লিক করুন। নিচের ছবি দেখুন
0011 সোফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো হাইড/লক করুন
৩। রাইট ক্লিক করে নিউ এ ক্লিক করুন DWORD Value তে ক্লিক করুন
৪। মাত্র যেই DWORD Value টা বানালেন সেটার নাম দিন
NoViewOnDrive (drive করতে চাইলে এই নাম)
অথবা
NoDrives (drive লুকাতে চাইলে এই নাম দিন)
৫। এখন এটার প্রপার্টিজ এ যান গিয়ে ভেলু চেন্জ করুন এভাবে
A = 1
B = 2
C = 4
D = 8
E = 10
F = 20
G = 40
H = 80
I = 100
J = 200
K = 400
L = 800
M = 1000
N = 2000
O = 4000
P = 8000
Q = 10000
R = 20000
S = 40000
T = 80000
U = 100000
V = 200000
W = 400000
X = 800000
Y = 1000000
Z = 2000000
(মনে করুন আপনে C ড্রাইভ লুকাতে বা লক করতে চান তাহলে ৪ দিবেন। ঠিক আছে? বোঝা গেছে?
0021 সোফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো হাইড/লক করুন
৬। এবার পিসি রিস্টার্ট দিন অথবা লগ অফ করে লগ ইন করুন
নোট:- লুকানো ড্রাইভ আনলক বা শো করতে চাইলে ভালু করে দিন ০ (শুন্য)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন