::: www.sensongs.com ::: ® Ri - Mar Jaava - Fashion ::: www.se .mp3
Found at bee mp3 search engine

রবিবার, ২১ আগস্ট, ২০১১

সোফটওয়্যার ছারাই যে কনো ওয়েব সাইট ব্লক করুন

অনেক সময় বাচ্চাদের হাতে যেনো বাজে কনো সাইট না পরে সে জন্য এ কাজটা আমরা করতে পারি। এছারাও অসিয়াল কাজে এমন করা হয়ে থাকে। বা আপনে যদি মনে করুন কনো সাইট ভুলেও আপনার পিসিতে ব্রাউস করলে ভাইরাস ঠুকতে পারে তাহলে এই কাজটা ১ মিনিটেই করে নিতে পারেন। একি ভাবে অফিসে বা কলেজে এভাবে ব্লক থাকা সাইট আপনে ব্রাউস করতে পারবেন। আরো মজার কথা হলো ইউসার টের ও পাবে না যে আসলে এই সাইট টি এডমিনিস্ট্রেটর ব্লক করে রেখেছে
চলুন শুরু করি.
১। নোটপেড ওপেন করুন।
২। ফাইল থেকে অপেন এ ক্লিক করুন।
৩। নিচে Files of type থেকে All files সিলেক্ট করুন
৪। এবার এখানে যান C:WINDOWSsystem32driversetc
৫। এবার এই ফাইলটা অপেন করুন HOSTS
৬। নিচে দেখুন একটা লাইন আছে এমন “127.0.0.1 localhost” এটার নিচে লিখুন
127.0.0.2 www.yahoo.com এখন সেভ করুন
(তাহলে yahoo সাইট টি ব্লক হয়ে যাবে)
৮। যদি আপনে অনেক গুলো সাইট ব্লক করতে চান তাহলে একটার পর একটা লাইন লিখুন নিচে একি ভাবে শুধু 127.0.0.1 এর যায়গায় 127.0.0.2 দিন যদি আরেকটা করতে চান তাহলে 127.0.0.3 আরেকটা চাইলে 127.0.0.4 দিন সাথে যেই সাইট ব্লক করতে চান সেটার নাম। যেমন
127.0.0.3 www.blablabla.com
127.0.0.4 www.blablabla.com
127.0.0.5 www.blablabla.com
৯। অনব্লক করতে চাইলে 127.0.0.2 www.yahoo.com মুছে দিন (আপনে যেটা ব্লক করেছেন সেই লাইনটা মুছে দিন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন